বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

মিয়ানমারের জান্তা নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘের বিশেষ দূত

রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা বাড়তে থাকার মধ্যে মিয়ানমারের সামরিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন জাতিসংঘের এক সিনিয়র কর্মকর্তা।

বুধবার (১৭ আগস্ট) এই সাক্ষাৎ হতে পারে বলে আশা করা হচ্ছে।

গত বছরের শুরুতে মিয়ানমারের সেনাবাহিনী অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে নিলে দেশটিতে অস্থিরতা শুরু হয়। এই অভ্যুত্থানের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে উঠলে কঠোর হাতে তা দমন করে সেনাবাহিনী। এরপরই দেশটিতে শুরু হয়েছে সশস্ত্র প্রতিরোধ আন্দোলন।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত মায়াবতী টেলিভিশনের খবরে বলা হয়, জাতিসংঘের কর্মকর্তা নোয়েলিক হেজার নেপিদোতে পৌঁছেছেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সূত্র: রয়টার্স

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img