শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

কাশ্মীরে নিখোঁজ ভারতীয় দুই সেনা সদস্যের লাশ উদ্ধার

কাশ্মীর উপত্যকায় কয়েকদিন যাবত স্থানীয় নাগরিকদের আটক করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ‘অভিযানে’ ভারতের দুইজন সেনা সদস্য নিখোঁজ হন। তবে ভারতের নিরাপত্তা বাহিনীর পরিচালিত কম্বিং অপারেশনের ৪৮ ঘণ্টা পর শুক্রবার (১৫ অক্টোবর) তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ভারতীয় ওই নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন অফিসারও রয়েছেন।

এদিকে এ দুজন ছাড়াও শুক্রবার কাশ্মীরে বিক্রম সিংহ নেগি ও যোগাম্বর সিংহ নামে দুই সেনাসদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারত। একই এলাকায় চারদিন আগে ৫ সেনা সদস্যর মৃত্যু হয়।

ভারতের একজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার থেকে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মরদেহ উদ্ধার হওয়া জুনিয়র কমিশন অফিসারের সঙ্গে।

এরপরই নিখোঁজ দুই সেনার সন্ধানে তল্লাশি শুরু করে সেনাবাহিনী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img