বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

হিজাব নিষিদ্ধের রায়কে হতাশাজনক বললেন মেহবুবা মুফতি

ভারত দখলকৃত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের পক্ষে আদালতের দেওয়া রায়কে হতাশাজনক বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মেহবুবা মুফতি বলেন, হিজাবের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্ত খুবই হতাশাজনক।

তিনি বলেন, এর মাধ্যমে নারীদের নিজের জন্য (পোশাক) পছন্দ করার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

মেহবুবা মুফতি আরও বলেন যে এটি কেবল ধর্মের বিষয় নয়, পছন্দের স্বাধীনতারও বিষয়।

উল্লেখ্য; শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৫ মার্চ) কর্ণাটক হাইকোর্ট এই রায় দেয়।

এদিন শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরায় হিন্দুত্ববাদী বিজেপি সরকারের নিষেধাজ্ঞাকে সমর্থন করে কর্ণাটক হাইকোর্ট বলেছে, আমাদের মতে, ইসলাম ধর্মে মুসলিম নারীদের হিজাব পরা বাধ্যতামূলক নয়। স্কুল ইউনিফর্মের বাধ্যবাধকতা যৌক্তিক এবং শিক্ষার্থীরা এ নিয়ে আপত্তি জানাতে পারে না। এ ধরনের আদেশ জারি করার ক্ষমতা রাজ্য সরকারের রয়েছে।

সূত্র : ডেইলি জং

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img