শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মহাকাশে স্যাটেলাইট সংখ্যা বাড়াতে যাচ্ছে তুরস্ক

আগামী জানুয়ারিতে “উপগ্রহ IMECE” এবং ২০১৩ সালের মাঝামাঝি “তুর্কস্যাট ৬-এ” উৎক্ষেপণের সাথে সাথে মহাকাশে উপগ্রহের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি ও মুসলিম বিশ্বের অন্যতম নেতা রজব তাইয়েব এরদোগান।

মঙ্গলবার (১৪ জুন) রাজধানী আঙ্কারায় “তুর্কস্যাট ৫বি” স্যাটেলাইট কমিশনিং অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, “তুর্কস্যাট ৫বি” স্যাটেলাইট আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য এবং এশিয়া পর্যন্ত আমাদের টিভি এবং ব্রডব্যান্ড স্যাটেলাইট ক্ষমতাকে নিরবচ্ছিন্ন করে তুলবে। এই স্যাটেলাইট গ্রামীণ ও পার্বত্য অঞ্চলে যোগাযোগ বজায় রাখতে দুর্যোগ ও জরুরি পরিষেবাগুলিতে সহায়তা প্রদান করবে বলেও জানান তিনি৷

তিনি বলেন, আমরা এমন পদক্ষেপ নিচ্ছি যা আমাদের দেশের প্রতিটা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ এবং শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, ইন্টারনেটের অপর্যাপ্ত অবকাঠামোর কারণে প্রযুক্তিগত অনেক সমস্যা হয়েছে। সেই সমস্যাগুলো আর থাকবে না।“তুর্কস্যাট ৫বি” স্যাটেলাইট ৩০ বছর মেয়াদে কাজ করবে।

সূত্র: ইয়েনি শাফাক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img