মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

ইসলামী আইন না থাকায় নাস্তিকরা একের পর এক অপকর্ম করেই যাচ্ছে : ড. এনায়েতুল্লাহ আব্বাসী

নোয়াখালীর বেগমগঞ্জের মালয়শিয়া প্রবাসী আব্দুল্লাহ আল মামুন কর্তৃক পবিত্র কুরআনুল কারীম-কে অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাহরিকে খাতমে নুবুুওয়্যাত বাংলাদেশের আমির ড. সাইয়্যেদ মুফতী এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রদত্ত গোটা মানবজাতির জন্য জীবন বিধান কুরআনুল কারীম। এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত, মর্যাদাপূর্ণ নির্ভুল আসমানী গ্রন্থ।

আজ সোমবার (১৫ আগস্ট) গনমাধ্যমে প্রেরিত এক বিবৃততে এসব কথা বলেন তিনি।

ড. আব্বাসী বলেন, আল্লাহ রাব্বুল আলামীনের বানী পবিত্র কুরআনুল কারীমের বিরুদ্ধে অবমাননা অত্যন্ত ন্যাক্কারজনক, ঘৃন্য, উস্কানিমূলক ও কুফরী কর্মকাণ্ড।

তিনি বলেন, এই অবমাননা মুসলমানদের ঈমানী চেতনায় আঘাত করেছে। এই বেয়াদবী মূলক আচরণের কারনে এই কুলাঙ্গার নিঃসন্দেহে কাফের ও মুরতাদ। ইসলামী শরীয়াহ আইনে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু বাংলাদেশে ইসলামী আইনের বাস্তবায়ন না থাকায় নাস্তিক মুরতাদরা একের পর এক এরূপ অপকর্ম করেই যাচ্ছে। তাই ইসলামী শরীয়াহ আইন মুতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা সরকারের নৈতিক দায়িত্ব।

তিনি আরো বলেন, সরকারের আমাদের দাবী, অনতিবিলম্বে নাস্তিক-মুরতাদদের শাস্তির জন্য ইসলামী আইন বাস্তবায়ন করুন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img