বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সব বয়সী শিশুকে নিয়ে মক্কার মসজিদ আল হারামে প্রবেশের অনুমতি

সব বয়সী শিশুদের নিয়ে এখন অভিভাবকরা মক্কার মসজিদ আল হারামে প্রবেশ করতে পারবেন।

শনিবার (১৩ আগস্ট) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক ঘোষণায় এই অনুমতি দিয়েছে।

মন্ত্রণালয়ের ঘোষণাটি তাদের সরকারি টুইটারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, মা-বাবারা তাদের সন্তানদের এখন থেকে সঙ্গে করে মসজিদ আল হারামে নিয়ে যেতে পারবেন।

তবে এর ব্যাখ্যায় বল হয়েছে, পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে ইতমারনা আবেদনের মাধ্যমে যথাযথ অনুমতি নিতে হবে। আর যেসব অভিভাবক তাদের পাঁচ বছরের কম বয়সী শিশুকে নিতে চান, তারা কোনো ধরনের অনুমোদনপত্র ছাড়াই মসজিদ আল হারামে নিয়ে যেতে পারবেন।

উল্লেখ্য, যেকোনো দেশ থেকে যেকোনো উদ্দেশ্যেই সৌদি আরব আসা সকল ধরনের ভিসাধারীকেই এখন থেকে ওমরাহ করার সুযোগ দেওয়া হবে।

সূত্র : সৌদি গ্যাজেট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img