বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবেলার সক্ষমতা আমাদের আছে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিএনপির নেতৃবৃন্দ সবসময় দেশের খারাপ চায়। যত ষড়যন্ত্রই হোক বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবেলার সক্ষমতা আমাদের আছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

আজ রবিবার (১৪ আগস্ট) সিংড়ায় তার বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। তাঁর আদর্শকে ধারণ করে আজন্ম লালিত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গঠনে কাজ করে যাচ্ছেন তাঁরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশ এখন মধ্যম আয়ের কাতারে পৌঁছেছে। আগামী ২০ বছর পরে উন্নয়নশীল দেশে পৌঁছবে। এদিকে,ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক সজিব ওয়াজেদ জয় দেশের সকল স্থানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্লাটফর্ম তৈরী করে দিয়েছেন। এখন দেশের তরুণ-তরুণীরা ঘরে বসেই অনলাইনে বৈদেশিক মুদ্রা উপার্জনসহ নানা ইনোভেটিভ কাজ করছেন।

সূত্র: বাসস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img