বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

মহানবী(সা.)-এর অবমাননা: সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন মাওলানা খোবাইব

ইনসাফ | মাহবুবুল মান্নান

ভারতের ক্ষমতাসীন বিজেপি’র মুখপাত্র কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনীন আয়েশা রা. এর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন চট্টগ্রাম জামিয়া আরাবিয়া জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়্যব।

সোমবার (১৩জুন) চট্টগ্রাম পটিয়া শান্তিরহাটে জামিয়া জিরি মাদরাসার ব্যবস্থাপনায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই আহবান জানান।

তিনি বলেন,আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মাদ(সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন সরকারের দুইজন সদস্য বাজে মন্তব্য করায় আমাদের হৃদয়ে আগুন ধরে গেছে।কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংসদে নিন্দা প্রস্তাব না আনায় জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। তাই অনতিবিলম্বে সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান।

জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আল মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওমরগনি এম ই এস কলেজের সাবেক অধ্যাপক ও জিরি মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ড.আ ফ ম খালিদ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে ড. খালিদ হোসাইন বলেন,বিশ্বনবী (সা.)-এর অবমাননার ঘটনায় অধিকাংশ মুসলিম রাষ্ট্র ভারতের রাষ্ট্রদূতকে তলব করে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে আমাদের সরকার এই ব্যাপারে কোন প্রতিবাদ জানাননি।

তিনি দ্রত ভারতের রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানা ও সংসদে নিন্দা প্রস্তাব আনার জন্য সরকারকে অনুরোধ করেন।

সেমবার সকালে জিরি মাদরাসা থেকে মাদরাসার ছাত্র, শিক্ষক ও এলাকার বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহনে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে শান্তিরহাট চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে মানববন্ধন শেষে জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়্যব এর মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img