শনিবার, এপ্রিল ২০, ২০২৪

শেখ হাসিনা সবসময় শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেন: এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো বিশ্বে শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী খুব কমই রয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেন এবং শ্রমিকদের জন্য সবসময় কাজ করে থাকেন। বঙ্গবন্ধু সবসময় শোষিতদের পক্ষে ছিলেন। শোষকদের বিরুদ্ধেই ছিল তার অবস্থান।

বুধবার (১৩ অক্টোবর) শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মুজিব আদর্শে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পূর্বে ছাত্রলীগ ও শ্রমিক লীগকে শক্তিশালী করে আন্দোলন গড়ে তুলেছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে সেসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ও আদমজির শ্রমিকরা রাজপথ দখলে রেখেছেন। তাই শ্রমিক লীগের গুরুত্ব অপরিসীম।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাস্টার এমএ হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ওয়াদুদ মিয়াসহ নড়িয়া আওয়ামী লীগ ও নড়িয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের নেতারা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img