বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

মহানবী (সা.)-কে অবমাননা: সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান, এমপি হারুন

মুসলমানদের মহানবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি নেতাদের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

সেই সঙ্গে রোববার (১২৫ জুন) তিনি ঢাকার ভারতীয় দূতাবাসকে তলবেরও দাবি জানিয়েছেন।

সংসদে এমপি হারুন বলেন, আমরা সকলেই জানি, আমাদের মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে নিয়ে ভারতে কটূক্তি হয়েছে, সারা পৃথিবীতে তার প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশেও হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, আমরা একটা সংঘ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ, সংঘ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। সার্কের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সরকারের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনো প্রতিবাদ, প্রতিক্রিয়া দেখতে পাইনি।

আমরা আশা করব, সংসদ চলছে। এ ব্যাপারে অবশ্যই সংসদে একটি নিন্দা প্রস্তাব আনতে হবে। এবং যেহেতু এ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা-স্থিতিশীলতার জন্যের সাম্প্রদায়িক সম্প্রীতি অন্যতম শর্ত। যেহেতু সার্কে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে এ অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়… গত কয়েকবছর ধরে ভারতে মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড এত ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে হিজাব বিতর্ক তৈরি করে আইন করে স্কুল কলেজে হিজাব নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, মুসলিম ল নিয়ে আইন করা হয়েছে। বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আমাদের মুসলমানদের মধ্যে সাংঘাতিকভাবে নাড়া দিচ্ছে।

আমি মনে করি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসকে তলব করা দরকার এবং আজকের সারা মুসলিম বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, আমাদের প্রতিবাদ হওয়া উচিত। অবশ্যই নিন্দা প্রস্তাব আনা দরকার। ভারতীয় দূতাবাসকে তলব করে কড়া প্রতিবাদ জানানো দরকার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img