শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

নির্বাচনে সেনাবাহিনী কোনো কাজে আসে না: নুরুল হুদা

নির্বাচনে সেনাবাহিনী কোনো কাজে আসে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

রোববার (১২ জুন) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সাবেক নির্বাচন কমিশন ও কর্মকর্তাদের সাথে বর্তমান নির্বাচন কমিশনের সংলাপে এ কথা বলেন তিনি।

কে এম নুরুল হুদা বলেন,নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্বে যারা থাকেন তাদের পেছনেই নির্বাচনের ৭০ শতাংশ অর্থ ব্যয় হয়। সেক্ষেত্রে, সেনাবাহিনী মোতায়েন না করলে একটি বড় খরচ বেঁচে যাবে।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয়, এটা বিশ্বে বিরল। মনে হয় এ রকম কোথাও পৃথিবীতে নাই। শত শত হাজার হাজার লোক বন্দুক হাতে যুদ্ধাবস্থার মতো দাঁড়িয়ে থাকে। আমি দায়িত্বে থাকতেও বলেছি, এখনও বলছি যে এসবের প্রয়োজন নাই। সেনাবাহিনী মোতায়েন একেবারেই দরকার নেই। কারণ, বিগত নির্বাচনে তাদের অ্যাকটিভিটিজ আমরা দেখেছি। নির্বাচন পরিচালনার কোনো কাজে তারা আসে বলে আমার মনে হয় না। সুতরাং আমাদের এই এলিট ফোর্স সেনাবাহিনীকে নির্বাচনের সময় মাঠে নামানোর কোনো দরকার নেই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img