শনিবার, এপ্রিল ২০, ২০২৪

শাপলা চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা নটরডেম কলেজের শিক্ষার্থীরা

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন (রা.)-কে নিয়ে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি নেতাদের কটূক্তির প্রতিবাদে সারাদেশে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে। এবার তাদের সাথে যোগ দিলো ঢাকা নটরডেম কলেজের শিক্ষার্থীরা।

আজ রবিবার (১২ জুন) দুপুর ১টার দিকে রাজধানীর শাপলা চত্বরে নটরডেম কলেজের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।

এসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটুক্তির নিন্দা জানিয়ে নানান স্লোগান দিয়ে অবিলম্বে নূপূর শর্মাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায় তারা।

শিক্ষার্থীরা বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তিতে বিশ্বাসী এবং সকল ধর্মের মানুষদের অধিকার অনুযায়ী ধর্ম পালন করার জন্য ইসলাম উৎসাহ দেয়। কিন্তু নিজের ধর্ম পালন করতে গিয়ে ইসলামকে অবমাননা করা হলে তা বরদাস্ত করা হবেনা

প্রায় পৌনে এক ঘন্টা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের পর শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করে।

এসময় পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ থেকে কোনো প্রকার বাঁধা সৃষ্টি না করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উৎসাহ প্রদান করা হয় বলে জানা গেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img