বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আফ্রিকায় তুরস্কের প্রতিরক্ষা ও বিমান সরঞ্জামাদি রফতানি বৃদ্ধি ১১ গুণ

মাত্র এক বছরের মধ্যে আফ্রিকায় তুরস্কের প্রতিরক্ষা ও বিমান সরঞ্জামাদি রফতানি বৃদ্ধি পেয়েছে ১১ গুণ। জানুয়ারি থেকে মে মাসের ওপর ভিত্তি করে করা বার্ষিক হিসাবে এ তথ্য তুলে ধরা হয়।

আনাদোলু এজেন্সির তথ্যানুসারে, এ প্রথম পাঁচ মাসে রফতানি আয় বেড়ে হয়েছে ৬১.২ মিলিয়ন মার্কিন ডলার।

জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত দেশটির বিভিন্ন কোম্পানির প্রতিরক্ষা সরঞ্জাম ও জঙ্গি বিমানের মোট রফতানি বৃদ্ধি পেয়েছে ১.১ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের তুলনায় একই সময়ে রফতানি আয় ৪৮.৩ শতাংশ বেড়েছে।

আনুপাতিক প্রবৃদ্ধির হারের দিক দিয়ে আফ্রিকার কমনওয়েলথ সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলোতে তুরস্কের অস্ত্র রফতানি বেড়েছে ৫১১ শতাংশ, উত্তর আমেরিকায় বেড়েছে ৬৪ শতাংশ আর অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে বেড়েছে ১৮ শতাংশ।

তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম ও বিমান শিল্প রফতানির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে, দেশটিতে মোট ৪৭৬.২ মিলিয়ন মার্কিন ডলারের রফতানি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে তুর্কি অস্ত্র রফতানিতে প্রতি বছর ৬৬ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে।

সূত্র : ইয়েনি সাফাক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img