বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখতে এন্টি-সেমিটিজমের আশ্রয় নিচ্ছে ইসরাইল

ফিলিস্তিনে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন, বর্ণবাদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত রাখতে
তেলআবিব এন্টি-সেমিটিজম বা ইহুদি বিদ্বেষ তকমাকে ঢাল হিসাবে ব্যবহার করছে বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ)।

শনিবার (১২ জুন) ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে ইসরাইল ও ফিলিস্তিনের সাথে কিছু দেশের একইরকম আচরণে ফিলিস্তিন কর্তৃপক্ষের উদ্বেগ প্রকাশ করে বলা হয়, নির্দোষের সাথে যেভাবে আচরণ করা হয় নির্দিষ্ট কিছু দেশ ঠিক সেভাবেই জঘন্য অপরাধীদের সাথে আচরণ করে যাচ্ছে। তাদের কপালে ইহুদি বিদ্বেষীর তকমা লাগার ভয়ে তারা ইসরাইলের সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা থেকে বিরত থাকে। অথচ এটিই তাদেরকে অব্যাহতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আগ্রাসন চালিয়ে যেতে উৎসাহিত করে।

বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধ, তাদের জঘন্য অপরাধের জন্য শাস্তি প্রদান ও স্থায়ী অবৈধ দখলদারিত্বের দায়ে তেলআবিবকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের মধ্যে পড়ে। বিশেষত এটি জাতিসংঘের সাধারণ নিরাপত্তা পরিষদের দায়িত্ব।

আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতার সুযোগ নিচ্ছে ইসরাইল। শান্তির ভিত্তিকে পদপিষ্ট করে ডেমোগ্রাফিকাল (জনসংখ্যা-বিষয়ক) পরিবর্তন আনয়নে জেরুসালেমে তারা খুব দ্রুতগতিতে আরব-ফিলিস্তিনি উচ্ছেদ অভিযান পরিচালনা ও বাস্তুচ্যুতি ঘটাচ্ছে।

এছাড়া পবিত্র আল আকসায় ইসরাইলী সেনাদের অব্যাহত দমন অভিযান ও ফিলিস্তিনিদের উপর নৃশংসতা স্থিতিশীল যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করবে বলেও আশঙ্কা প্রকাশ করে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img