বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বিশ্বের সর্বপ্রথম এলইইডি গোল্ড সার্টিফিকেটপ্রাপ্ত মসজিদ ইস্তাম্বুলের আলী কুসকু

এই প্রথম কোনো মসজিদ তার নকশা ও প্রকৃতির ভারসাম্য বজায় রেখে পরিবেশসম্মত অবকাঠামো নির্মাণের জন্য গোল্ড লেভেল এলইইডি সার্টিফিকেশন পেলো।

শুক্রবার (১১ জুন) ইস্তাম্বুল বিমানবন্দরের আলী কুসকু মসজিদ ইউএস গ্রীন হাউজ কাউন্সিল (ইউএসজিবিসি) কর্তৃক বিশ্বের সর্বপ্রথম গোল্ড লেভেল এলইইডি প্রশংসাপত্র পাওয়া মসজিদ হিসাবে স্বীকৃতি পায়।

তুরস্কের ওই বিমানবন্দরটির পরিচালনাকারী প্রতিষ্ঠান আইজিএ জানায়, প্রকৃতি ও পরিবেশকে প্রাধান্য দিয়ে মসজিদ নির্মাণ ও নকশা করায় তারা এলইইডি গোল্ড ভি-৪ সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হয়েছেন।

তাদের বক্তব্য মতে গোল্ড লেভেল এলইইডি সার্টিফিকেট প্রদানে ইউএসজিবিসি কর্তৃপক্ষ বেশ কয়েকটি বিষয় কয়েকটি ধাপে কঠোরভাবে যাচাই করে থাকে।

প্রদত্ত মানদণ্ড বজায় রেখে যাচাইয়ে উত্তীর্ণের স্কোর অনুযায়ী তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে এলইইডির গোল্ড, সিলভার ও প্লাটিনাম সার্টিফিকেট দিয়ে থাকে।

এক্ষেত্রে তারা কুসকু মসজিদে পানির উৎস,পর্যাপ্ততা ও স্থায়িত্ব, পরিবেশ সম্মত নির্মল বিদ্যুৎ শক্তি, চারপাশের প্রকৃতি ও পরিবেশ, অবকাঠামোতে ব্যবহৃত নির্মাণ সামগ্রী ও তার উৎস, অভ্যন্তরীণ পরিবেশের মান, পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি কাঠামো নির্মাণ ও নকশায় নতুনত্ব, স্থানগত বৈশিষ্ট্য, পরিবহন ও যাতায়াত ব্যবস্থা এবং অতি সহজে বিভিন্ন বিষয় প্রাপ্তির প্রক্রিয়া যাচাই করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মসজিদের বেশিরভাগ নির্মাণ বর্জ্যই পুনর্ব্যবহারযোগ্য করে তুলা হয়েছিলো। এমনকি অবকাঠামো নির্মাণের সময় সকল গার্হস্থ্য ও পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীগুলো নিয়মিত মনিটরিং করা হতো।

উল্লেখ্য, মার্কেটপ্লেসে হাই-পারফরম্যান্স গ্রীন বিল্ডিংয়ের নকশা, নির্মাণ ও তদারকির ক্ষেত্রে এলইইডি ১৯৯৮ সাল থেকে বিশ্বের প্রধান মানদণ্ড হিসেবে আমূল বিপ্লব সাধন করে চলেছে।

সূত্র: মুসলিম মিরর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img