শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ডাক বিভাগকে ডিজিটাল বানানো হবে : মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের ডুবন্ত ডাক বিভাগকে জাগ্রত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ জায়গায় বসিয়েছেন। এজন্য বাংলাদেশের ডাক বিভাগকে ডিজিটাল ডাক বিভাগে রুপান্তর করা হবে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ডাকঘর নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রযুক্তিগত আমাদের সংকট রয়েছে। এসএমএস, মেইল, ভাইভার, হোয়াটস অ্যাপ, ইমুতে প্রবাসীরা তারা স্বজনের সঙ্গে কথা বলেন। এগুলো আমাদের প্রযুক্তিগত চ্যালেঞ্জ।

তিনি বলেন, প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করেছি। আজকের বাংলাদেশের ডাক বিভাগের সফলতার পেছনে আমার রক্ত, ঘাম, পরিশ্রম মিশে আছে।

মন্ত্রী বলেন, আপনারা বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবেন আপনার পার্সেলটা কোথায় আছে। আরও জানতে পারবেন, কোন পিয়নের কাছে বা কে ডেলিভারি দিবে সে ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যেই সার্ভে করা হচ্ছে ডাকঘরকে ডিজিটাল করার জন্য। সেপ্টেম্বরের ভেতর সব ডাকঘরের সার্ভের কাজ শেষ হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img