বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

শরণার্থী হয়েও সেরার কৃতিত্ব অর্জন করায় ফিলিস্তিনী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন খালেদ মিশাল

প্রিলিমিনারী ও মাধ্যমিক স্কুলগুলোতে অভাবনীয় সাফল্য অর্জন করায় উত্তর সিরিয়াতে শরণার্থী হিসেবে বাস করা ফিলিস্তিনী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা ও বৈদেশিক প্রধান খালেদ মিশাল।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) শিক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জন করায় উত্তর সিরিয়ায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।

টেলিফোনে শুভেচ্ছা জানাতে গিয়ে খালেদ মিশাল বলেন, এই প্রজন্ম ফিলিস্তিনিদের সুন্দর ভবিষ্যত বিনির্মানে ফিলিস্তিন ইস্যুকে বিশ্বের সামনে তুলে ধরবে। ফিলিস্তিন এবং যে দেশে তাদের বসবাস, তার জন্য সুন্দর ভবিষ্যত তৈরি করবে।

শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য করে তিনি আরো বলেন, সফলতা ও অগ্রগতি অর্জনে শিক্ষা আমাদের প্রেরণা জোগায়।

এসময় শিক্ষাসহ সর্বক্ষেত্রে নিজেদের অগ্রগতি ধরে রাখার জন্য তিনি তাদের উৎসাহিত করেন এবং তাদের সৃজনশীলতায় তিনি খুব গর্ববোধ করেন বলে জানান।

অপরদিকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ত্রাণ ও উন্নয়ন বিষয়ক ফিলিস্তিনি কমিশনের পরিচালক মুহাম্মাদ আল সাদী জানান, মিশালের বার্তাটি কোনো অনুষ্ঠানে দেওয়া সচরাচর বক্তৃতার মতো নয়, বরং তা এটার প্রমাণ বহন করে যে ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলনের এই দলটি শিক্ষা এবং শরণার্থীদের প্রতিও শ্রদ্ধাশীল।

উল্লেখ্য, সিরিয়ায় শরণার্থী হিসাবে বসবাসকারী ফিলিস্তিনি শিক্ষার্থীরা সম্প্রতি উত্তর সিরিয়ার প্রিলিমিনারী ও মাধ্যমিক স্কুলগুলোতে অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়। টপ স্কোর অর্জন করে স্কুল সেরা শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করে তারা।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img