শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আগামী সোমবার থেকে আফগানিস্তানে নিয়মিত ফ্লাইট চালু করছে পাকিস্তান

আফগানিস্তানের রাজধানী কাবুলের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে পাকিস্তান। আগামী সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে ইসলামাবাদ-কাবুল রুটে ফ্লাইট পরিচালনা করবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)।

এক বিবৃতিতে এ তথ্য জানান পিআইএ‘র মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান।

তিনি বলেন, আমরা ফ্লাইট চালু করার বিষয়ে সব ছাড়পত্র পেয়েছি। ১৩ সেপ্টেম্বর আমাদের প্রথম ফ্লাইট ইসলামাবাদ থেকে কাবুলের উদ্দেশে উড়ে যাবে।

তিনি আরও বলেন, যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে ফ্লাইট পরিচালনা করা হবে। মানবিক সহায়তা সংস্থা ও সাংবাদিকদের কাছ থেকে আমরা ফ্লাইট পরিচালনার বিষয়ে ৭৩টি অনুরোধ পেয়েছি। এটি খুবই আশাব্যঞ্জক।

এদিকে বিমানবন্দর সচল করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তালেবান। এ কাজে কারিগরিভাবে সহায়তা করছে কাতার।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img