বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

কওমী মাদরাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় সরকারকে হেফাজতের মোবারকবাদ

দেশের সকল কওমী মাদরাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় সরকারকে মোবারকবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ (১১ সেপ্টেম্বর) সংগঠনটির আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নুরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, অবশেষে ১২ সেপ্টেম্বর থেকে দেশের সকল কওমী মাদরাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিগত বেশ কয়েকমাস ধরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ দায়িত্বশীলদের কাছে আমরা বারবার মাদরাসা খুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের আশ্বস্ত করেছিলেন। আলহামদু লিল্লাহ সরকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

আমরা আশাকরি করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে কওমী মাদরাসাগুলো সুন্দরভাবে তাদের দৈনন্দিন কাজ আনজাম দিয়ে যাবে।

বিবৃতিতে হেফাজত আমীর ও মহাসচিব শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিশেষ করে কওমী মাদরাসার দায়িত্বশীল ও ছাত্র-শিক্ষকদের প্রতি করোনা স্বাস্থ্যবিধি মেনে পাঠদানসহ মাদরাসার দৈনন্দিন কাজ পরিচালনা করার জন্য আহ্বান জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img