শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ১৮০০

বিশ্বে চলমান করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৮০০-র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লাখ।

বুধবার (১০ই আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এই পাওয়া যায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৪২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ছয় শত মানুষ। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৪১ হাজার ১০৬ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় নতুন আক্রান্ত হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৭৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৫৯ কোটি ৯ লাখ ১৯ হাজার ৮৩ জন। এদিকে গত দিনে করোনা থেকে সুস্থ হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৫৮০ জন । এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫৬ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৭০২ জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img