বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

রাশিয়ায় বন্ধ হলো ইহুদিবাদী সংস্থার কার্যক্রম

রাশিয়ার অভ্যন্তরে ‘জিউইশ এজেন্সি’ নামে একটি ইহুদিবাদী সংস্থার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় দেশটির বিচার মন্ত্রণালয়।

সংস্থাটি রাশিয়ার ইহুদি সম্প্রদায়ের লোকজনকে অভিবাসী হিসেবে ইসরাইলে যাওয়ার বিষয়ে উৎসাহিত করে থাকে। রাশিয়া দাবি করছে, ওই এজেন্সিটি অবৈধভাবে রুশ নাগরিকদের তথ্য সংগ্রহ করছে।

মঙ্গলবার (৯ আগস্ট) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ।

পরে এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইল জানিয়েছে, পুতিনের সঙ্গে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এই ইহুদিবাদী সংস্থাটি ১৯২০ সালের শেষ দিকে প্রতিষ্ঠিত হয় এবং তারাই প্রথম ইহুদিদের ফিলিস্তিনি ভূমিতে অভিবাসী হিসেবে পাঠাতে থাকে।

পরে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র সৃষ্টি হয়। রাশিয়ায় এ সংস্থাটির বিশাল নেটওয়ার্ক রয়েছে। রাজধানী মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে এ সংস্থার কার্যালয় আছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img