শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ক্যাম্প থেকে পালানোর সময় শিশুসহ ২৪ রোহিঙ্গা আটক

এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় নারী ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে।

শুক্রবার (১ অক্টোবর) নোয়াখালীর হাতিয়ার ভাসানচররের উত্তর-দক্ষিণ দিকের ১০ কিলোমিটার দূরে জঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১১টায় তাদেরকে আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন, এহেসান উল্লাহ (২২) কিসমতারা (২১) সুমাইয়া(৫) সেনোয়ারা (২৫) আকিফা আক্তার (৩) মোহাম্মদ রাসেদ উল্লাহ (১০মাস) রিয়া মনি (৪) সিপা মনি(২) নূরুল আজিম (২৩) সৈকত আরা (১৮) নূরুল হাকিম (১০) মো. ইব্রাহিম (৩১) জামালিদা (২৬) আবদুল কাদের (৮) নূরকাইদা (৫) ফাতেমা (১০মাস) আলমরিজা (৭) মো.আলী (১৯) সেফায়েত উল্লাহ (২৮) হাসিনা (২৬) সুমাইয়া (৫) নয়ন (১২) এবং জান্নাতুল ফেরদৌস (৮)।

জেলা পুলিশ সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ২টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর উদ্দেশ্যে গোপনে জঙ্গলে অবস্থান নেয়। জানা যায়, তারা দালালের মাধ্যমে বোট যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে পালাতে জঙ্গলে অবস্থান নিয়েছিল।
এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মাধ্যমে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img