বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

ইউক্রেন চুক্তির জন্য এরদোগান নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য: জাখেইম

সাবেক মার্কিন প্রতিরক্ষা আন্ডার সেক্রেটারি অফ ডিফেন্স ডভ এস জাখেইম বলেছেন, ইউক্রেনের শস্য চুক্তিতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান যেই ভূমিকা রেখেছে, তাতে তিনি শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হওয়ার যোগ্য।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেনের দ্বন্দ্বের কারণে ওডেসা, চেরনোমর্স্ক এবং ইউঝনি বন্দরে কয়েক মাস ধরে শস্য রপ্তানি আটকে ছিল। অবশেষে জাতিসংঘ, ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে সম্মিলিতভাবে একটি চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক।

শুক্রবার (২৯ জুলাই) হিল নিউজ ওয়েবসাইটের জন্য “তুরস্কের এরদোগানের জয়” শিরোনামে একটি নিবন্ধে তিনি এসব কথা বলেছেন।

জাখেইম বলেন, আন্তর্জাতিক খাদ্যের দাম যখন আকাশচুম্বী হয়েছিল তখন জাতিসংঘের সমন্বয়তায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি চুক্তি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে এরদোগান। এটি ইউক্রেনের বন্দরগুলি থেকে কৃষ্ণ সাগরের মাধ্যমে শস্যের চালানের অনুমতি দেবে। চুক্তি অনুযায়ী মস্কোকে খাদ্য ও সার রপ্তানি করার অনুমতি দেওয়া হবে।

সূত্র: টিআরটি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img