শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

কিশোরগঞ্জে মেঘনায় যাত্রীবাহী ট্রলারে ডাকাতির অভিযোগে ইউপি মেম্বার গ্রেফতার

কিশোরগঞ্জে ভৈরবের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে ডাকাতির অভিযোগে আগানগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার শহীদকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা করেছেন ছাত্রলীগনেতা মাকসুদ হাসান মুন্না।

সোমবার (১ আগস্ট) দুপুরে ইউনিয়নের লুন্দিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নৌপুলিশ।

ছাত্রলীগনেতা মাকসুদ হাসান মুন্না বলেন, গতকাল রোববার আমরা ১০-১২ জন ছাত্রলীগ নেতাকর্মী হাওরের নিকলী এলাকায় একটি ট্রলারে করে ভ্রমণে যাই। ফেরার পথে বিকেল সাড়ে ৬টার দিকে মেঘনা নদীতে ডাকাতের কবলে পড়ি। ডাকাতরা আমাদের ১৪টি মোবাইল ফোনসেট ও প্রায় ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদের লাঠির আঘাতে এ সময় আমাদের দুই বন্ধু আহত হন। পরে আমরা নৌপুলিশকে ঘটনাটি অবহিত করি। গ্রেপ্তারকৃত ইউপি সদস্য ডাকাত শহীদকে আমরা চিনতে পারি। সে ডাকাতির সময় আমাদের মারধর করে।

ভৈরব নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করি। দুপুরে ইউপি সদস্য ডাকাত শহীদকে গ্রেপ্তার করা হয়। সে ডাকাতির কথা আমাদের কাছে স্বীকার করেছে।
ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা করেছেন ছাত্রলীগনেতা মাকসুদ হাসান মুন্না। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img