বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

মাওলানা হাফেজ কাসেমের ইন্তেকালে হেফাজত মহাসচিবের শোক

দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক সহকারী মুহতামিম ও ফটিকছড়ি তালিমুদ্দীন মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ কাসেমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

আজ (৯ জুন) এক শোক বার্তায় হেফাজত মহাসচিব বলেন, মাওলানা হাফেজ কাসেম দেশের প্রবীণ আলেমদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি দীর্ঘ সময় হাটহাজারী মাদরাসায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আল্লামা নুরুল ইসলাম বলেন, মাওলানা হাফেজ কাসেম যোগ্য পিতার যোগ্য সন্তান ছিলেন। তাঁর বাবা ফটিকছড়ির নাজিরহাট মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা নুরুল আহমদ রহ. ছিলেন বিখ্যাত আলেম। তিনিও বাবার পদাঙ্ক অনুসরণ করে নিজেকে একজন যোগ্য আলেমে দ্বীন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। আমি মরহুমের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাঁর সকল নেক আমলকে কবুল করে জান্নাতের উঁচু মাকাম দান করুক। আমীন।

উল্লেখ্য; প্রবীণ আলেম মাওলানা হাফেজ কাসেম আজ (৯ জুন) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত তালিমুদ্দীন মাদরাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ১০টায় তালিমুদ্দীন মাদরাসায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img