শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

নর্দান সাইপ্রাসে আরো ৫০ হাজার করোনার ভ্যাকসিন পাঠালো তুরস্ক

ইনসাফ | নাহিয়ান হাসান


নর্দান সাইপ্রাসে আরো ৫০ হাজার করোনার ভ্যাকসিন পাঠিয়েছে তুরস্ক। এর আগে মোট ১ লক্ষ ৪০ হাজার ডোজ পাঠিয়েছিলো তারা।

বুধবার (৯ জুন) আঙ্কারা থেকে করোনার ভ্যাকসিনবাহী তুর্কী স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিমান নর্দান সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা দেয়।

রাজধানী লেফকোসার এরকান আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্কের ভ্যাকসিনবাহী বিমানটি অবতারণ করলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তা গ্রহণ করে নেন।

দ্বিতীয় দফার করোনা মহামারীতেও ভ্যাকসিন পাঠিয়ে সহযোগিতা করায় টার্কিশ রিপাবলিক অফ নর্দান সাইপ্রাসের প্রধানমন্ত্রী এরসান সেনার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও তার জনগণের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এনিয়ে নর্দান সাইপ্রাসে মোট ১ লক্ষ ৯০ হাজার করোনার ভ্যাকসিন পাঠালো তুরস্ক।

উল্লেখ্য, সাইপ্রাস মূলত গ্রীক ও তুর্কী জাতি অধ্যুষিত একটি দ্বীপ রাষ্ট্র। তার উত্তরাংশ নিয়ন্ত্রণ করে তুর্কী সাইপ্রিয়ট কর্তৃপক্ষ এবং দক্ষিণাংশ গ্রীক সাইপ্রিয়টরা।

আলাদা স্বায়ত্তশাসন ক্ষমতা প্রতিষ্ঠার আগে ১৯৭৪ সালে গ্রীক সাইপ্রিয়টরা দ্বীপটিকে গ্রিসের অধিভুক্ত করার লক্ষ্যে তুর্কী সাইপ্রিয়টদের সাথে সহিংসতায় জড়িয়ে পড়েছিলো বলে জানা যায়। এমনকি আঙ্কারার উপর বিভিন্ন অভিযোগ আরোপ করে উত্তেজনাকর পরিস্থিতিও সৃষ্টি করেছিলো তারা।

মূলত তখন থেকেই দ্বীপ রাষ্ট্রটি নর্দান বা উত্তর সাইপ্রাস এবং সাউদার্ন বা দক্ষিণ সাইপ্রাসে বিভক্ত হয়ে পড়ে এবং আলাদা আলাদা স্বায়ত্তশাসনে পরিচালিত হওয়া শুরু করে।

সূত্র: ইয়েনি শাফাক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img