বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

মাওলানা মীর হুসাইনের ইন্তেকালে মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীরের শোক

ফেনী জেলা অন্তর্গত প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শর্শদি দারুল উলুম ইসলামিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মীর হুসাইনের ইন্তেকালে শোক জানিয়েছেন বার্মিংহাম বেলাল একাডেমী এন্ড মাসজিদ (ইউকে) -এর ইমাম ও সেক্রেটারি, বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।

আজ (৩০ জুলাই) এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

মাওলানা মীর হুসাইন বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬.১৫ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রামের বাড়ি নাঙ্গলকোটের ছুপুয়ায় ফেরার পথে ইন্তেকাল করেন।

আজ (৩০ জুলাই) শুক্রবার দুপুর ১০ টায় ছুপুয়া বাজার আশরাফুল উলুম ইসলামিয়া মাদরাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে (ছুপুয়া)পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও হাজারো মুসল্লির উপস্থিতিতে ছুপুয়া মাদরাসার ময়দানে মাওলানা মীর হুসাইন রহ. এর জানাযায় অংশগ্রহণ করেন।

মাওলানা মীর হুসাইন দেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান শর্শদি দারুল উলুম ইসলামিয়া মাদরাসায় দীর্ঘ ৫০ বছর যাবত মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় “সিয়াহ সিত্তাহ” তথা হাদিসের মৌলিক কিতাবগুলো, আবুদাউদ ,নাসাঈ, তিরমিজি ও মুয়াত্তায়ে ইমাম মালেক ও মোহাম্মদ রহ. সহ অনেক গুরুত্বপূর্ণ কিতাবাদীর দরস দিয়েছেন তিনি।

এছাড়াও কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা অন্তর্গত ‘ছুফুয়া বাজার আশরাফুল উলুম ইসলামিয়া মাদরাসা’র সাবেক মুহতামিমও তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img