শনিবার, এপ্রিল ২০, ২০২৪

তালেবানের যুদ্ধ ‘নাজায়েয’: বললেন মার্কিনপন্থী আফগান প্রেসিডেন্ট

আফগানিস্তানের মার্কিনপন্থি প্রেসিডেন্ট আশরাফ গনি তার দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানের যুদ্ধকে ‘নাজায়েয’ বা ধর্মীয় রীতি-বিরোধী বলে মন্তব্য করেছেন।

আফগানিস্তানের বার্তা সংস্থা আরিয়ানা নিউজ এ খবর জানিয়েছে। খবর পার্সটুডে’র।

গনি বৃহস্পতিবার কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে কয়েকজন পদস্থ আফগান সেনা কমান্ডারের সঙ্গে বৈঠক করেন।

এ সময় তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেমন তালেবানের যুদ্ধ অবৈধ তেমনি এ আগ্রাসন জাতীয়তাবাদী চেতনারও পরিপন্থি।

আফগান প্রেসিডেন্ট বলেন, “তালেবানের হাতে বেদখল হয়ে যাওয়া জেলাগুলো আমরা শিগগিরই পুনরুদ্ধার করব।”

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করা শুরু করার পর থেকে গত কয়েক সপ্তাহ ধরে দেশটির সেনাবাহিনীর ওপর তালেবানের হামলা বেড়ে গেছে। এরইমধ্যে দেশের বিস্তীর্ণ এলাকা দখল করার দাবি করেছে তালেবান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img