শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ভারতের গোয়ায় হামলার শিকার বাবুল সুপ্রিয়

গোয়ায় হামলার শিকার হয়েছেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। তবে এ ব্যাপারে তিনি এখনও কোনো লিখিত অভিযোগ জানাননি।

রোববার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণায় গেলে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় এক দুষ্কৃতিকারী। টুইটারে দেওয়া এক বার্তায় এমনটা জানিয়েছেন বাবুল।

বাবুলের অভিযোগ, হামলা চালানো ওই দুষ্কৃতিকারী একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। সেই রাজনৈতিক দলের সঙ্গে বিজেপি ও কংগ্রেস দুই জাতীয় দলেরই যোগসাজশ রয়েছে।

টুইটারে বাবুল লেখেন, গোয়ার স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুষ্কৃতিকারী আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কিন্তু নিরাপত্তারক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি। কংগ্রেস ও বিজেপির মতো দুই জাতীয় দলের আশীর্বাদেই নির্বাচনে লড়ছে ওই দলটি।

হামলার ঘটনা নিয়ে একের পর এক টুইট করেছেন বাবুল। জানিয়েছেন, ওই ঘটনার পর সঙ্গে সঙ্গেই পুলিশ চলে আসে।

টুইটারে বাবুল আরও লেখেন, ‘মানুষের কাছে ভোট চাওয়া প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার। আমি একাই ওই ব্যক্তিকে শায়েস্তা করতে পারতাম। কিন্তু ততক্ষণে পুলিশ চলে এসেছে।’

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img