শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

‘ইউক্রেন হামলায় পশ্চিমারা শুধু নিন্দার ঝড় বইয়েছে; দৃঢ় পদক্ষেপ নেয়নি’

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঘটনায় ন্যাটো জোট ও পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া দৃঢ় ছিল না। এই প্রতিক্রিয়া সাধারণ নিন্দার ঝড়ে পরিণত হওয়া উচিত হয়নি। ন্যাটোর উচিত আরও দৃঢ় পদক্ষেপ নেওয়া।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইস্তানবুলে জুমআর নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরদোগান আশাবাদ ব্যক্ত করে বলেন, আশাকরি শুক্রবার ন্যাটোর যে সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে জোটের পক্ষ থেকে আরও দৃঢ় পদক্ষেপ হয়ত নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেনে পূর্ণ মাত্রায় রাশিয়ার সামরিক অভিযানকে শান্তির ওপর বড় আঘাত বর্ণনা করে নিন্দা জানিয়েছিলেন এরদোগান।

টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, আমরা রাশিয়ার সামরিক অভিযান প্রত্যাখ্যান করি। এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। যা এই অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতার ওপর একটা বড় আঘাত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img