শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

পরমাণু সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

পরমাণু শক্তিচালিত একটি সাবমেরিন থেকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

রুশ বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে যুক্ত ভ্লাদিমির মনোমাখ সাবমেরিন থেকে চারটি বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

অখতস্ক সাগরের পানির তলের একটি অবস্থান থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোতে ডামি ওয়ারহেড ব্যবহার করা হয়। ভ্লাদিমির মনোমাখ সাবমেরিন হচ্ছে বোরেই ক্লাস পরমাণু শক্তিচালিত সাবমেরিন। এ ধলনের সাবমেরিন ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।

রাশিয়ার সামরিক বাহিনীর চার দিনের মহড়ার শেষ দিনে গতকাল পরামাণু শক্তিচালিত সাবমেরিন থেকে এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। পশ্চিমা দেশগুলো ও রাশিয়ার মধ্যে যখন সামরিক উত্তেজনা বাড়ছে এবং দুপক্ষের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হতে পারে বলে বিভিন্ন মহল থেকে পূর্বাভাস দেয়া হচ্ছে তখন মস্কো এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো।

সূত্র- পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img