বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কারাবাখে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, আর্মেনিয়াকে আজারবাইজানের হুঁশিয়ারি

নাগোরনো-কারাবাখ নিয়ে পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে আর্মেনিয়া ও আজারবাইজান।

গত মাসে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো শনিবার দেশ দুটি এমন অভিযোগ করে।

এর জের ধরে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনীয় সেনাবাহিনীকে পিষে ফেলারও হুমকি দেন।

তিনি বলেন, আর্মেনিয়ার এটি আবার শুরু করা উচিত না। টি খুবই সতর্ক হওয়া উচিত এবং কোনো সেনা অভিযানের পরিকল্পনা না করা উচিত। এই মুহূর্তে, আমরা তাদের সম্পূর্ণ ধ্বংস করব। এটি এখন কারো কাছে গোপনীয় নয়।

এদিকে শনিবার সকালে নাগোরনো-কারাবাখের বাহিনী দাবি করে, আজারবাইজানি সেনার হামলায় তাদের তিনজন নিরপত্তাকর্মী আহত হয়েছেন।

অপরদিকে আর্মেনীয় সেনাবাহিনীর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাগোরনো-কারাবাখ বাহিনীর নিয়ন্ত্রণাধীন দুটি গ্রামে হামলা চালিয়েছে আজারবাইজান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্তণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, হাদরুত জেলায় ১১ ডিসেম্বর একটি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তবে কোনো পক্ষকে দোষারোপ করা হয়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img