বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

গুরুত্বপূর্ণ ইস্যুতে আফগানিস্তান সফর করছেন ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে প্রতিবেশী আফগানিস্তান সফরে গেছেন।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, আফগান সরকারি কর্মকর্তাদের সাথে জয়েন্ট কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক ডকুমেন্ট চূড়ান্ত করার জন্যই তিনি এ সফর করছেন। খবর পার্সটুডে’র।

বিশ্লেষকরা বলছেন, ইরান এবং আফগানিস্তানের মধ্যে কৌশলগত চুক্তি সই হলে দু দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হবে।

প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে ইরানের একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা আফগানিস্তানের সঙ্গে তার দেশের সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক প্রতিষ্ঠার ওপর জোর দেন।

ইরানি এ কর্মকর্তা বলেন, আফগানিস্তানের নিজস্ব প্রক্রিয়ায় দেশটিতে শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা ইরানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

গত সপ্তাহের শেষের দিকে ইরান এবং আফগানিস্তানের মধ্যে একটি রেল প্রকল্প চালু করা হয়েছে। এর পরপরই ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান সফরে গেলেন। সাম্প্রতিক সময়ে ইরান এবং আমেরিকার মধ্যে সম্পর্ক দিনদিন জোরালো হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img