বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯৮ লাখ ছাড়িয়েছে

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৮ লাখ ছাড়িয়েছে।

শনিবার সকাল ৮ টা পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯৮ লাখ ২৬ হাজার ৭৭৫ জন। এপর্যন্ত কোরোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ৬২৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

এদিকে, আজ পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি ডা. শান্তনু সেন বলেছেন, ভারত সরকারের সার্বিক ব্যর্থতার জন্য আজকে দেশবাসীকে কোভিডে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।

তিনি শনিবার কোলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

সরকারি সূত্রে প্রকাশ, গতকাল (শুক্রবার) সকাল ৮ টা থেকে আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৬ জন নতুনভাবে সংক্রমিত হয়েছেন। একইসময়ে ৪৪২ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত মোট ৯৩ লাখ ২৪ হাজার ৩২৮ জন সংক্রমণ মুক্ত হওয়ায় বর্তমানে ৩ লাখ ৫৯ হাজার ৮১৯ জন হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

ভারতে করোনায় মৃত্যুর সংখ্যার নিরিখে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। রাজ্যটিতে এ পর্যন্ত ৪৮ হাজার ৫৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া কর্ণাটকে ১১ হাজার ৯২৮, তামিলনাড়ুতে ১১ হাজার ৮৭০, দিল্লিতে ৯ হাজার ৯৩৪, পশ্চিমবঙ্গে ৮ হাজার ৯৬৬, উত্তর প্রদেশে ৮ হাজার ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এসব ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যেও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img