শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

পাকিস্তানের চেয়ে ভারতে মুসলিমদের জনসংখ্যা বেশি, এটি উদ্বেগের বিষয় : বিজেপির এমপি

ভারতে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মুসলিমদের ‘সংখ্যালঘু’ মর্যাদা বাতিলের আহ্বান জানিয়েছেন বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা সাক্ষী মহারাজ এমপি। গত শুক্রবার তিনি উত্তর প্রদেশের বাগপতে এক কর্মসূচিতে অংশগ্রহণ করে ওই মন্তব্য করেন।

সাক্ষী মহারাজ এদিন ভারতীয় মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা অবিলম্বে বিলুপ্ত করাসহ সংখ্যালঘু হিসবে পাওয়া সমস্ত সুবিধা বাতিলেরও দাবি জানিয়েছেন।

তিনি বলেন, ‘বর্তমানে পাকিস্তানের জনসংখ্যার চেয়ে ভারতে মুসলিমদের জনসংখ্যা বেশি। ভারতে মুসলিমদের জনসংখ্যা ২০ কোটিতে পৌঁছেছে, এটি উদ্বেগের বিষয়।’

বিজেপি নেতা সাক্ষী মহারাজ এমপি বলেন, দেশে জমি কমছে এবং জনসংখ্যা বাড়ছে। সুপ্রিম কোর্টও এ সম্পর্কে বলেছে। এ কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য শিগগিরি আইন তৈরি করা উচিত।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img