শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

তালেবানকে এখনও আমরা সন্ত্রাসী তালিকায় রেখেছি : ইরানি পররাষ্ট্রমন্ত্রী জারিফ

আফগানিস্তানের তালেবান বিষয়ে ইরানের অবস্থান প্রসঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, ইরান তার আইন অনুযায়ী এখনও তালেবানকে ”সন্ত্রাসী গোষ্ঠী” বলে মনে করে। ইরান এখনও সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তালেবানের নাম বাদ দেয়নি।

তিনি আফগানিস্তানের ‘তুলু নিউজ’ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

শিয়া রাষ্ট্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অঞ্চল থেকে মার্কিন সেনাদেরকে অবশ্যই চলে যেতে হবে। তিনি আফগানিস্তানের ‘তুলু নিউজ’ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

জারিফ বলেন, আমরা সব সময় বলছি তাদেরকে এই অঞ্চল ছাড়তে হবে।

বাগদাদ বিমান বন্দরের কাছে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরাকের সংসদ সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করেছে।

‘লস্করে ফাতিমিয়ুন’ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আফগান সরকার আগ্রহী হলে ‘লস্করে ফাতিমিয়ুন’ তাদের জন্য গুরুত্বপূর্ণ বাহিনী বা শক্তি হতে পারে। সরকার চাইলে তারা সহযোগিতা করতে পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img