শনিবার, এপ্রিল ২০, ২০২৪

করোনার ভ্যাকসিন নিতে আপত্তি এক-তৃতীয়াংশ ব্রিটিশ নাগরিকের

বিশ্বের প্রথম দেশ হিসেবে জরুরিভিত্তিতে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার ছাড়পত্র দিয়েছে ব্রিটিশ সরকার।

কিন্তু সম্প্রতি এক জরিপে দেখা যায়, দেশটির এক-তৃতীয়াংশের বেশি মানুষ টিকা নিতেই আগ্রহী নন।

ব্রিটেনের বাজারে বিক্রির অনুমোদন পাওয়ার পর গত বৃহস্পতিবারই দেশটিতে পৌঁছায় মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনা টিকা।

সাম্প্রতিক এক মতামত জরিপে দেখা যায়, গড়ে দেশটির প্রতি তিনজনের মধ্যে একজনেরও বেশি মানুষ বলছে, করোনা টিকা যদি সত্যি সত্যি পাওয়া যায় তো ভালো। কিন্তু তাদের টিকা নেয়ার কোনো সম্ভাবনা নেই।

আবার ব্রিটিশ কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেক টিকার অনুমোদন দেয়ায় অনেকের মনে আশার সঞ্চারও তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, এতে কর্মসংস্থান বাড়বে। তারা চাকরি পাবেন।

প্রায় ৩৫ শতাংশ ব্রিটিশ বলছেন, তাদের টিকা নেয়ার সম্ভাবনা নেই। ৪৮ শতাংশের আশঙ্কা, এই টিকা নিরাপদ হবে না। এটি কার্যকর হবে না বলে মনে করে ৪৭ শতাংশ। আর ৫৫ শতাংশ বলছেন, এর পার্শ্বপ্রতিক্রিয়া হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img