বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

আল-আকসায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা ইমরান খানের

আল আকসা মসজিদ চত্বরে ইসরাইলি বাহিনীর প্রবেশ এবং ফিলিস্তিনিদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি টুইটে লিখেছেন, আল আকসা মজজিদে কিবলায়ে আওয়ালে ফিলিস্তিনিদের ওপর, বিশেষ করে পবিত্র রমজানের সময় ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানাই। তারা মানবতা ও আন্তর্জাতিক সব আইনের লঙ্ঘন করেছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের জন্য আমরা আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের সুরক্ষা ও তাদের বৈধ অধিকার সুরক্ষিত রাখতে অবিলম্বে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগানও ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র অ্যাখ্যা দিয়ে ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

ফিলিস্তিনি রেডক্রস বলেছে, ইসরাইলি হামলায় কমপক্ষে ২১৫ জন মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ১৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে কমপক্ষে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img