শনিবার, এপ্রিল ২০, ২০২৪

এবার আমেরিকায় মিলল করোনার নতুন স্ট্রেন

ব্রিটেনের নতুন ধরনের করোনাভাইরাস এবার পাওয়া গেল যুক্তরাষ্ট্রেও।

দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে প্রথমবারের মতো নতুন এ ভাইরাসের দেখা মিলল।

২০ বছরের এক মার্কিন যুবকের দেহে এ ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। খবর বিবিসির।

সম্পতি ওই যুবক কোনো দেশ ভ্রমণও করেননি। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা ওই রোগীর সংস্পর্শে এসেছেন এমন লোকজনকে পরীক্ষা করে দেখছেন।

যুক্তরাষ্ট্রে এমন সময় নতুন স্ট্রেনের এ করোনাভাইরাস ধরা পড়ল, যখন করোনার ভ্যাকসিন নিয়ে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনার এই নতুন স্ট্রেন নিয়ে বেশ চাপে আছে যুক্তরাজ্যসহ ইউরোপের একাধিক দেশ। সেখানে নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে করোনা সংক্রমণ ঠেকাতে।

ছয় ব্রিটেনফেরত ভারতীয় নাগরিকের শরীরেও মঙ্গলবার করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে। মনে করা হচ্ছে– এই করোনার ভ্যারিয়েন্টেটির ক্ষমতা আগেরটির থেকে ৭০ শতাংশ বেশি ভয়ঙ্কর।

যার ফলে এ নিয়ে আতঙ্ক আরও বাড়ছে। ব্রিটেনে প্রথম এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯০ লাখ মানুষ এবং মারা গেছেন ৩ লাখ ৩৭ হাজার মানুষ। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে সবার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img