বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ইস্তাম্বুল বন্দরে পৌঁছেছে আরও দুটি শস্য বোঝাই ইউক্রেনীয় জাহাজ

ইউক্রেন থেকে ৩৩ হাজার টন ভুট্টা বোঝাই দুটি জাহাজ ইস্তাম্বুল বন্দরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (৫ আগস্ট) ইউক্রেনের ওডেসা বন্দর থেকে ছেড়ে আসা পানামা-পতাকাবাহী জাহাজ “নাভি-স্টার” শনিবার (৭ আগস্ট) ইস্তাম্বুলে পৌঁছেছে। ইস্তাম্বুলের জয়েন্ট কো-অর্ডিনেশন সেন্টারের (জেসিসি) একটি দল চার পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে জাহাজটি পরিদর্শন করবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আটকে থাকা তিনটি ইউক্রেনীয় বন্দর ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে। এর আগে বৈশ্বিক খাদ্য সঙ্কট এড়াতে তুরস্ক, রাশিয়া, ইউক্রেন ও জাতিসংঘের সমন্বয়ে একটি শস্যচুক্তি স্বাক্ষর হয়।

সূ্ত্রে জানা যায়, ৮৪৫০০ টন শস্য বহনকারী চারটি জাহাজ ইউক্রেনের বন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি সুষ্ঠুভাবে কার্যকর হলে বিশ্বব্যাপী খাদ্য সংকট অনেকটাই লাঘব হবে।

সূত্র: টিআরটি
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img