শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ফিলিস্তিনের ওপর ইসরাইলী হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তান

ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

শনিবার (৬ আগস্ট) আফগান পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখী টুইটারে এক টুইট বার্তায় বলেন, গাজার নিপীড়িত ও নির্যাতিত মুসলমানদের ওপর ইসরাইলের নৃশংস হামলায় বহু ফিলিস্তিনি নিহত ও আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানায় ইমারাতে ইসলামিয়া।

টুইট বার্তায় তিনি আরো বলেন, ফিলিস্তিনের ওপর অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। ইসরাইলি সরকারের অপরাধ ও আগ্রাসন প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (৫ আগস্ট) থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে বহু ফিলিস্তিনি আহত ও নিহত হয়।

সূত্র : বাখতার নিউজ এজেন্সি
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img