শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

গাজায় ইসরাইলী হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করল জাতিসংঘের বিশেষ দূত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নৃসংশ হত্যাযজ্ঞ অব্যহত রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। শুক্রবার (৫ আগস্ট) গাজা উপত্যকায় হামলা চালিয়ে আল-কুদস ব্রিগেডের সিনিয়র নেতাসহ অন্তত ১০ জনকে শহীদ এবং ৬৫ জনকে আহত করেছে ইসরাইলী বাহিনী। আজকেও দ্বিতীয় দিনের মতো নৃসংশতা চালিয়েছে তারা।

ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে এবার উদ্বেগ প্রকাশ করলেন জাতিসংঘের বিশেষ দূত টর ওয়েনেসল্যান্ড। তিনি বলেছেন, আমি গভীরভাবে উদ্বিগ্ন ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যকার উত্তেজনা নিয়ে।

ইসরাইলী বাহিনী দ্বারা শহীদ তাইসির আল-জাবারির কথা স্মরণ করে তিনি বলেন, রকেট উৎক্ষেপণ অবিলম্বে বন্ধ করতে হবে, এবং আমি সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেই ব্যাপারে তৎপরতা চালাতে।

ওয়েনেসল্যান্ড বলেন, ইসরাইলী হামলায় একটি পাঁচ বছর বয়সী শিশু নিহত হওয়ার খবরে আমি গভীরভাবে দুঃখিত। এভাবে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কোনো হামলার যৌক্তিকতা নেই।

সূত্র: আরব নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img