শনিবার, এপ্রিল ২০, ২০২৪

দাবানালের পেছনে কারও হাত রয়েছে কিনা তা খুঁজে বের করা হবে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান বলেছেন, করোনা মহামারির মতো দাবানলও বিশ্বের জন্য হুমকি।

বুধবার টিভিতে সরাসরি প্রচারিত এক সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন।

এরদোগান বলেন, পুরো বিশ্ব এখন এ চ্যালেঞ্জ মোকাবিলা করছে, এটা সন্ত্রাসী হুমকির মতো।

তিনি বলেন, দেশে গত আটদিনে ১৮৭ জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে এখনও ১৫টি দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। ৫১টি হেলকপ্টার ও ২০টি প্লেন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এরদোগান আরও বলেন, তুরস্কের গোয়েন্দা ও পুলিশ দাবানালের পেছনে কারও হাত রয়েছে কিনা তা খুঁজে বের করতে কাজ করছে।

উল্লেখ্য, ২৮ জুলাই থেকে ছড়িয়ে পড়া দাবানলে এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।

উৎস, আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img