শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মিশরকে সামরিক সহযোগিতা স্থগিত রাখল আমেরিকা

মিশরের স্বৈরশাসক ও বিশ্বাসঘাতক আব্দেল ফাত্তাহ আল সিসি সরকারের মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হওয়ার দেশটিকে বিদেশি সামরিক সহায়তার আওতায় ১৩ কোটি ডলারের অস্ত্র দেওয়া স্থগিত রেখেছেছে মার্কিন সরকার।

শনিবার (২৯ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দিয়েছে বলে বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যেসব শর্ত পূরণ হলে মিত্র দেশগুলোকে আমেরিকা সামরিক সহায়তা দেয়, মিশরে বর্তমানে সেই অবস্থা নেই। দেশটির মানবাধিকার পরিস্থিতি কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি।

এদিকে সংস্থা এপি বলেছে, মানবাধিকার পরিস্থিতির অজুহাত তুলে আমেরিকা মিশরে সামরিক সহায়তা স্থগিত করলেও ২৫০ কোটি ডলারের বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img