শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় লোকসানের মুখে মার্কিন অর্থনীতি; শেয়ারবাজারে বিশাল দরপতন

রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় লোকসানের মুখে পড়েছে মার্কিন অর্থনীতি। বড় ধরণের দরপতনের মধ্যদিয়ে দিন শেষ করেছে দেশটির স্টক এক্সচেঞ্জ।

ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ও অচিরেই মার্কিন ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদহার বাড়িয়ে দেওয়ার আশঙ্কায় গত সোমবার থেকে শেয়ারবাজারের মার্কিন সূচকগুলো নিম্নগামী হতে শুরু করে। ফলে লোকসান ও ক্রমাগত দরপতনের কবলে পড়ে ইউক্রেন সীমান্তে নিজেদের সেনা পাঠানো আমেরিকার অর্থনীতি।

আমেরিকান কোম্পানি এসএন্ডপি ৫০০, শেয়ারবাজারে তাদের সূচকে ৫৩.৬৮ পয়েন্টের দরপতন ঘটে। তাছাড়া প্রযুক্তি ও ভারি যন্ত্র বিষয়ক কোম্পানি নাসদাক ৩১৫. ৮৩ পয়েন্ট খুইয়ে নিজেদের দিন শেষ করে।

মার্কিন অর্থনীতিতে ধ্বস নামলেও অপরদিকে অভাবনীয় উন্নতি করেছে ইউরোপীয় কোম্পানিগুলো। ইউরোপীয় স্টক এক্সচেঞ্জগুলোর সূচক আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়। উচ্চ সূচকে থেকে দিন শেষ করেছে তারা।

মোট ১৭ টি দেশ জুড়ে বিস্তৃত ইউরোপিয়ান মার্কেটের ৯০ শতাংশ মূলধনের মালিকানা থাকা কোম্পানি স্টক্স ইউরোপ-৬০০, এর পয়েন্ট প্রথমে ১.৫৩ বা ০.৩২% বৃদ্ধি পায়। যা পরবর্তীতে ট্রেডিং সেশনের সর্বকালের সর্বোচ্চ সূচক ৪৮৫. ৫৭ এ গিয়ে ঠেকে!

সূচকে সবচেয়ে বড় লাফটি দেয় লন্ডনের এফটিএসই-১০০। সূচকে তাদের পয়েন্ট ৪৪ বা ০.৬% বৃদ্ধি পায়। যা পরবর্তীতে ট্রেডিং আওয়ারে সর্বকালের সর্বোচ্চ সূচক ৭৩৯৪. ৪১ এ গিয়ে পৌঁছে!

জার্মানির ডেক্স-৩০, ফ্রান্সের সিএসি-৪০ ও ইতালির এফটিএসই এমআইবি-৩০ সূচকে যথাক্রমে ১৫, ১৪ ও ৭২ পয়েন্ট পর্যন্ত উন্নতি করে নিজেদের দিন শেষ করে।

রাশিয়ার-ইউক্রেন উত্তেজনা ও ভূরাজনৈতিক অস্থিরতার ঘটনা প্রবাহের উপর নির্ভর করে অর্থনীতিতে এমন অভাবনীয় চড়াই-উতরাই বেশ কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে উল্লেখ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞগণ।

সূত্র: আনাদোলু।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img