শনিবার, এপ্রিল ২০, ২০২৪

রুশদের ঠেকাতে জার্মানিকে অস্ত্র সরবরাহ উন্মুক্ত রাখার আহবান ইউক্রেনের

রাশিয়াকে ঠেকাতে জার্মানিকে অস্ত্র সরবরাহ উন্মুক্ত রাখার আহবান জানিয়েছে যুদ্ধের দ্বারপ্রান্তে থাকা ইউক্রেন।

সোমবার (২৪ জানুয়ারি) মধ্যরাতে জার্মানে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আন্দ্রিজ মেলনিক এই আহবান জানান।

যুদ্ধের দ্বারপ্রান্তে থাকা কোনো দেশে অস্ত্র সরবরাহে বিধিনিষেধের যে জার্মান নীতি রয়েছে তার আওতায় বার্লিন ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিলে তিনি তা উন্মুক্ত রাখার আহবান জানান।

অস্ত্র সরবরাহ বন্ধ না করতে জরুরী পরিস্থিতি বিবেচনায় নেওয়ার আহবান জানিয়ে আন্দ্রিজ মেলনিক বলেন, যখন কোনো দেশের আত্মরক্ষার প্রশ্ন আসে তখন ব্যতিক্রমধর্মী পদক্ষেপই কাম্য।

ইউক্রেন যে ধরণের হুমকির সম্মুখীন হয়েছে তা এটাই প্রকাশ করে যে এটি একটি মারাত্মক ও ব্যতিক্রমধর্মী পরিস্থিতি যা জার্মানির কাছ থেকে ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহণের আশা রাখে। পরিস্থিতি চরম পর্যায়ে যাওয়ার আগেই রুশ আগ্রাসন রুখতে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করা জরুরী হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক কূটনীতি অব্যাহত থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর কূটনীতিতে প্রতিরোধমূলক ব্যবস্থা ও কঠোর অবস্থানের সহায়তাও সমান জরুরী। তাই জার্মানি তাদের অস্ত্র সরবরাহ উন্মুক্ত রাখবে বলেই আমরা বিশ্বাস করি।

এসময় তিনি ২য় বিশ্বযুদ্ধকালীন নাৎসি বাহিনী কর্তৃক সংঘটিত অপরাধের দিকে ইঙ্গিত করে ঐতিহাসিকভাবে ইউক্রেনের প্রতি জার্মানির দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন।

পরিশেষে রাষ্ট্রদূত আন্দ্রিজ মেলনিক, আত্মরক্ষা ও জরুরি পরিস্থিতি বিবেচনায় জার্মানির অস্ত্র সরবরাহ কখনোই নতুন উত্তেজনার কারণ হবে না উল্লেখ করে বার্লিনকে আশ্বস্ত করার চেষ্টা করেন এবং বলেন, অন্যান্য মিত্ররা ইতিমধ্যেই অস্ত্র সরবরাহ শুরু করে দিয়েছে। কয়েক সপ্তাহ আগ থেকে তারা অস্ত্র সরবরাহ করছে।

উল্লেখ্য, রাশিয়া তাদের প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনের পূর্ব সীমান্তে সম্প্রতি ১ লক্ষ সেনা মোতায়েন করলে নতুন করে উত্তেজনার সূত্রপাত ঘটে।

হঠাৎ সীমান্ত এলাকায় লক্ষাধিক রুশ সেনার সমাগম ইউক্রেনে নতুন সামরিক অভিযান পরিচালনার কৌশল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কিয়েভ।

অপরদিকে মস্কো কিয়েভের হামলার আশঙ্কা উড়িয়ে দিয়ে বিবৃতিতে উল্লেখ করে, তারা কোনো ধরণের আক্রমণের পরিকল্পনা করছে না। বরং সামরিক অনুশীলনের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় অবস্থান করছে তাদের সেনারা।

তাছাড়া সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত দেশ দুটির মাঝে উদ্ভুত উত্তেজনা নিরসনে বিভিন্ন দাবী সম্বলিত একটি নিরাপত্তা তালিকা প্রকাশ করেছে মস্কো; যেখানে ইউক্রেন ন্যাটোতে যোগ না দেওয়ার বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ করা হয়।

সূত্র: আনাদোলু।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img