শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আমেরিকা থেকে ২০০ কোটি ডলারের অস্ত্র কিনছে মিশরের সিসি সরকার

আমেরিকার কাছ থেকে ২০০ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কিনছে মিশরের বিশ্বাসঘাতক ও স্বৈরশাসক আব্দেল ফাত্তাহ আল সিসির সরকার।

বুধবার (২৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই অস্ত্র ক্রয়ের বিষয়টি অনুমোদন করেছে। চুক্তির আওতায় ১২টি সামরিক পরিবহন বিমান কিনবে মিশর। যেগুলোর আনুমাণিক মূল্য ২০০ কোটি ডলারের বেশি।

এছাড়া প্রতিরক্ষা রাডার ব্যবস্থা ও সংশ্লিষ্ট সরঞ্জাম মিশরের কাছে বিক্রি করবে আমেরিকা। যেগুলোর মূল্য ৩০ কোটি ডলার।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন মিশরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করলেও সিসির সরকারের কাছে অস্ত্রবিক্রি অব্যাহত রেখেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img