মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

চীনের এক সেনা সদস্যকে আটকের দাবি ভারতের

ভারত-চীন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে চীনা পিপলস লিবারেশন আর্মির এক সদস্যকে আটক করার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

রোববার( ১৮ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

সূত্র জানায়, আটক হওয়া ওই চীনা সেনা সদস্যের নাম কর্পোরাল ওয়াং ইয়া লং। ভুলবশত সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন ওই চীনা সৈন্য। আপাতত তিনি ভারতীয় সেনার হেফাজতেই রয়েছেন বলে দাবি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানায়, চীনের পিপলস লিবারেশন আর্মির সদস্য কর্পোরাল ওয়াং ইয়া লং পিএলএ-এর ৬ নম্বর মোটরাইজড ইনফ্যান্ট্রি ডিভিশনের সদস্য। তার দাবি, তিনি ইয়াক বা চমরি গাই চড়াতে গিয়ে ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছেন। তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img