বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

সরকার নিজেদের গদি রক্ষায় ব্যস্ত: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, দেশের জনগণের মৌলিক অধিকার রক্ষায় সরকারের কোন গরজ নেই। তারা নিজেদের গদি রক্ষায় ব্যস্ত। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না। আল্লাহ প্রদত্ত্ব খেলাফত শাসন ব্যবস্থাই এ জটিল পরিস্থিতি থেকে উত্তরণে একমাত্র পথ। করণ ইনসাফ ভিত্তিক খেলাফত শাসনব্যবস্থাই পারে দেশের সকল জনগনের জান-মালের ন্যাহ্য অধিকার প্রতিষ্ঠা করতে।

আজ সোমবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, সারাদেশে অব্যাহত নারী নির্যাতন, খুন, ধর্ষণ ও দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারনে দেশের জনগণ চতুর্মূখী সংকটে দিন কাটাচ্ছে। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর না করায় প্রতিদিন খুন-ধর্ষণের লোমহর্ষক ঘটনা বেড়েই চলছে। বর্তমানে সারাদেশে অব্যাহত নারী নির্যাতন-ধর্ষণের আতঙ্কে স্কুল-কলেজ, রাস্তা-ঘাট এমনকি নিজ ঘরেও মা -বোনদের ইজ্জত-আবরুর নিরাপত্তা নেই। অপরদিকে দেশে আলুসহ খাদ্যদ্রব্যের যথেষ্ঠ মজুদ থাকা সত্বেও এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি করেছে। যা নিয়ন্ত্রন করতে সরকার ব্যর্থ হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img