শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মিশরে ৮ বছর পর আবারো সরাসরি সম্প্রচার কার্যক্রম শুরু করলো আল জাজিরা

৮ বছর বিরতির পর মিশরে আবারো নিজেদের সরাসরি সম্প্রচার কার্যক্রম শুরু করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা।

শনিবার (৩১ জুলাই) ৮ বছর পর প্রথমবারের মতো মিশর থেকে সরাসরি সম্প্রচারিত হয় এই জনপ্রিয় সংবাদ চ্যানেলটি।

মিশর থেকে আবারো সরাসরি সম্প্রচারিত হওয়ায় আল জাজিরাকে স্বাগত জানায় তাদের কর্মীরা। তবে পুনরায় অফিস খোলা হবে কি না এই ব্যাপারে এখনো কোনো বিবৃতি দেয়নি জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি।

প্রসঙ্গত ২০১৩ সালের ১৪ আগস্ট রাবিয়া ও আন-নাহদা চত্বরে দেশটির বিক্ষোভরত জনগণকে উৎখাতের পর মিশরের নিরাপত্তা রক্ষীরা আল জাজিরার অফিস বন্ধ করে দেয়।

২০১৭ সালে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মাঝে সৃষ্ট নতুন সংকটের পর গত ৫ জানুয়ারি ২০২১ এ সৌদি আরবের আল উলায় অনুষ্ঠিত ৪১তম উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনে কাতারের সাথে মিশর ও অন্যান্য আরব রাষ্ট্রের মধ্যকার জমাট বরফ গলতে শুরু করে। কাতারের উপর থেকে আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করে তারা। ফলে মিশর সহ অন্যান্য আরব দেশগুলোর সাথে ধীরে ধীরে আবারো সম্পর্কের উন্নতি ঘটতে থাকে কাতারের।

এমনকি পুনরায় নিজেদের রাষ্ট্রদূত নিয়োগের ব্যাপারেও কার্যকরী পদক্ষেপ নিয়েছে দেশগুলো, বিশেষত মিশর।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img